রাঙ্গামাটি, টাঙ্গাইল, ঝিনাইদহ ও ফেনীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫০৫ বার পড়া হয়েছে
রাঙ্গামাটি, টাঙ্গাইল, ঝিনাইদহ ও ফেনীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা চাকমা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়ান-সাটিয়াচড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে আন্ডারপাস স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তিন গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।
ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম উকিল হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
সামাজিক বিরোধের জের ধরে গেল ২৫ জুলাই রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে উকিলকে।
অন্য কোন বিভাগের সাথে নয়, ফেনী যেভাবে চট্রগ্রাম বিভাগের সাথে আছে সেভাবেই চট্রগ্রাম বিভাগের সাথে থাকতে চায়, এমন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছেন “আমরা ফেনীবাসী“।