এদিকে, রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের প্রচারণাও আজ মধ্য রাতে শেষ হচ্ছে। পাহাড়ি জনপদের এ পৌরসভায় তৃতীয়বারের মতো ভোট হচ্ছে। সুবিধাবঞ্চিত পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আর ভোটারদের প্রত্যাশা সাম্প্রদায়িক-সম্প্রীতি ও নাগরিক সুবিধার নিশ্চয়তা।
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় এবার মেয়র পদে প্রার্থী মাত্র দুইজন। আওয়ামী লীগ প্রার্থী জমির হোসেনের একমাত্র প্রতিদ্বন্ধি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা। কাউন্সিলর পদ ২১ আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৮ জন। ভোটারদের মতে, প্রার্থী মাত্র দু’জন হওয়ায় জয় পরাজয়ের হিসেব জটিল হয়ে পড়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা করছেন দু’জনই। কাউন্সিলর প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারের দ্বারে দ্বারে। সাধারণ মানুষের প্রত্যাশা.. নতুন এ পৌরসভায় নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা।
২০০৪ সালে গঠিত পৌরসভাকে ৩য় শ্রেণী থেকে উন্নিত করে আধুনিক পৌরসভায় রূপান্তর করার কথা জানান দুই মেয়র প্রার্থী।
এদিকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকতা।
বাঘাইছড়ি পৌরসভায় এবারই প্রথম ইভিএম’এ ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ৫,৮২০ আর মহিলা ভোটার রয়েছেন ৫, ৩৫১ জন।