রাঙামাটির রাজবনবিহারে অনুষ্ঠিত হয়েছে ৪৮তম কঠিন চীবরদান উৎসব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এক বছর বন্ধ থাকার পর রাঙামাটির রাজবনবিহারে অনুষ্ঠিত হয়েছে ৪৮তম কঠিন চীবরদান উৎসব।
বৃহষ্পতিবার শুরু হয়ে শুক্রবার দুপুরে চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হয়। এবারের কঠিন চীবর দান উৎসবের আহবান ছিল পৃথিবীর সকল মানুষ যেন করোনা মহামারীসহ যে কোন রোগ থেকে মুক্তি লাভ করে। এ উপলক্ষে দুপুরে রাজবনবিহার প্রাঙ্গণে হাজার-হাজার পূণ্যার্থী সমবেত হয়। সমাবেশের উদ্দেশ্যে ধর্মীয় বক্তব্য দেন বৌদ্ধ ভিক্ষুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংশুই প্রু চৌধুরী।