রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা দিঘিনালা সড়কের ৪ স্থানে পাহাড় ধস হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৬২ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা দিঘিনালা সড়কের ৪ স্থানে পাহাড় ধস হয়েছে, এতে সাজেকসহ বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ভোরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি সড়কের উপর পরার কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানায়, সড়কের দুই পাশে এ্যাম্বুলেন্সসহ বহু যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর ১২বীর বাঘাইহাটের সেনা সদস্য ও খাগড়াছড়ি সড়ক বিভাগের লোকজন সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। সড়ক বিভাগ জানায়, সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগতে পারে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের বেশ কয়েকটি বড় অংশ সড়কের উপর ধসে পড়েছে।