রাঙামাটির দূর্গম পাহাড়ে আবারো বেড়েছে ম্যালেরিয়ার প্রকোপ
- আপডেট সময় : ০১:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
এদিকে..রাঙামাটির দূর্গম পাহাড়ে আবারো বেড়েছে ম্যালেরিয়ার প্রকোপ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। তুলানামূলক ডেঙ্গু কম হলেও ম্যালেরিয়ায় আক্রান্তের দিক থেকে দেশের দ্বিতীয় স্থানে রয়েছে। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ । আর পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম জোরদার করেছে পৌর কর্তৃপক্ষ।
ভারত ও মায়ানমার সীমান্তবর্তী রাঙামাটির চার উপজেলা বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির দূর্গম এলাকায় হানা দিয়েছে মরণব্যাধী ম্যালেরিয়া। স্বাস্থ্য বিভাগ জানায়, বেশ কয়েক বছর কম থাকলেও চলতি বছর জেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে । জুন মাস পর্যন্ত রাঙামাটিতে দেড় হাজরের বেশি ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। গেল একমাসে আক্রান্ত হয়েছে প্রায় ৭শ জন। ম্যালেরিয়া আক্রান্তের দিক থেকে রাঙামাটি দেশের দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যালেরিয়ার প্রাদূর্ভাবের মাঝে জুন মাস থেকে রাঙামাটিতে দেখা দেয় ডেঙ্গুর প্রকোপ। জেলা সদরের হাসপাতালে প্রতিদিন আসছে নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী।
ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবেলায় দ্রুত পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় রেখে কাজ করছে বেসরকারী সংস্থা ব্রাক।
এদিকে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রনে স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে রাঙামাটি পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
পরিস্থিতি নিয়ন্ত্রনে বাইরে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।