রাঙামাটিতে কাঠ বোঝাই গাড়িতে সন্ত্রাসীদের গুলি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
রাঙামাটিতে কাঠ বোঝাই গাড়িতে অতর্কিত গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা চাঁদার দাবিতে আতংক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে রাঙামাটি থেকে একটি কাঠ বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দেপ্পোছড়ি এলাকায় একদল উপজাতীয় সন্ত্রাসী ট্রাকটিকে লক্ষ্য করে ৮/১০ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ট্রাকের কিছুটা ক্ষতি হয়। তবে, চালক ও অন্যান্যরা অক্ষত থাকে। পরে, আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ জানান, আতঙ্ক সৃষ্টি করতে এমন পরিস্থিতি।