রাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

- আপডেট সময় : ১২:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১৫২২ বার পড়া হয়েছে
দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন শুরু হয়েছে। নানা আলোচনা ও উৎকণ্ঠা শেষে এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেবল ভোটার বা প্রার্থী নয়, পুরো শহরেই বইছে নির্বাচনি আমেজ।
শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ, শোভাযাত্র, গান ও নাট্যভঙ্গিমায় প্রচার-প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত। রাবিয়ানরা চাচ্ছেন, দলীয় এজেন্ট বাস্তবায়ন নয়, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন, এমন নেতৃত্ব দরকার।
ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কাজ করছেন পুলিশ, রেব, বিজিবি, বিএনসিসি ও আনসার সদস্যরা। শিক্ষার্থীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের নির্দেশ দিয়েছেন মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান।
এদিকে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
১৯৬২ সালে প্রতিষ্ঠার পর রাকসু নির্বাচন হয়েছে ১৪ বার। সর্বশেষ ১৯৮৯ সালের নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে রুহুল কবির রিজভী ভিপি এবং জাসদ ছাত্রলীগ প্যানেলের রুহুল কুদ্দুস বাবু জিএস নির্বাচিত হয়েছিলেন।