রাইস মিল থেকে ৫শ’ ৫৫ বস্তা সরকারি চাল জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৬৫১ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুরের বিজয়রামপুর এলাকায় একটি রাইস মিল থেকে ৫শ’ ৫৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।
মণিরামপুর থানার ইন্সপেক্টার শিকদার মতিয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যায় বিজয়রামপুর গ্রামের ভাই-ভাই রাইস মিলে ট্রাকে আনা খাদ্য অধিদপ্তরের চাল নামানোর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থেলে যান। এ সময় ট্রাক থেকে খাদ্যগুদামের সিল মারা চালের বস্তা নামাতে দেখা যায়। এছাড়া মিলের ভেতরেও একই চালের বস্তা পাওয়া গেলে এর কোন বৈধ কাগজপত্র মেলেনি। এ সময় ওই চাল জব্দ এবং রাইচ মিলের মালিক আব্দুল্লাহ আল-মামুনকে আটক করা হয়।























