রমজানে নিত্য প্রয়োজনীয় কেনাকাটাকে সহজ করবে দারাজের ‘রমজান বাজার’
- আপডেট সময় : ০১:৩৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
আসন্ন রমজান মাসকে সামনে রেখে ক্রেতা সাধারণের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা আরেকটু সহজ করতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (http://daraz.com.bd) চালু করেছে অনলাইন গ্রোসারি শপিং ক্যাম্পেইন ‘রমজান বাজার’।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে তারা আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। গ্রীষ্মের উত্তাপ ও চলমান কোভিড-১৯ পরিস্থিতির মাঝে দারাজের রমজান বাজার ক্যাম্পেইনটির মাধ্যমে ক্রেতারা অল্প সময় ও শ্রম ব্যয় করে তাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় করতে পারবেন।
‘রমজান বাজার’ ক্যাম্পেইনের আওতায় গ্রোসারি শপিং-এ রয়েছে ৭০০ টাকা পর্যন্ত ভাউচার মূল্যছাড় সহ আকর্ষণীয় সব অফার। এছাড়া বিকাশ- পেমেন্টে পাচ্ছেন ১৫% ক্যাশব্যাক এবং আরো অনেক পেমেন্ট পার্টনার অফার।
এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদিন হাসান বলেন, ‘প্রত্যেক মুসলমানের জন্য রমজান মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমাদের রমজান বাজার ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা ডিসকাউন্ট ক্যুপন ও ভাউচার ব্যবহারের মাধ্যমে সুলভ মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। রমজান উপলক্ষে আমাদের এ উদ্যোগটির মাধ্যমে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যেই সব ধরনের মুদি কেনাকাটা পারবেন বলে আমি আশা করছি।’
দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘রমজান মাসটি আমাদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক উপলক্ষ হিসেবে আসে। জনগণের ব্র্যান্ড হিসেবে দারাজ সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে ‘রমজান বাজার’ ক্যাম্পেইনের দারুণ সব অফারের মাধ্যমে আমরা ক্রেতা সাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করেছি।’
দারাজের রমজান বাজার ক্যাম্পেইনটি আগামী ৩১ মার্চ ২০২২ পর্যন্ত চালু থাকবে।