রমজানের চতুর্থ জুমাতেও বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল
- আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানের চতুর্থ জুমাতেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লীদের। সিয়াম সাধনার পাশাপাশি মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় নামাজ আদায়ের পর, বিশ্ব মুসলিমের মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন তারা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রমজানের জুমার নামাজগুলোতে অন্য সময়ের চেয়ে বেশি মুসল্লী অংশ নেন। তাইতো এই রমজানেও তার ব্যতিক্রম হয়নি। চতুর্থ জুমাতে পুর্ণ ছিলো মসজিদের সব স্তর। লাখো মুসল্লীর সঙ্গ কাতারে নামাজ আদায়, দোয়া ও মোনাজাতে অংশ নিতে প্রখর রোদ উপেক্ষা করে ঢল নামে মুসল্লিদের।
খুতবার আগে বয়ানে রমজানের শেষ দশ দিনের ফজিলত তুলে ধরেন খতিব। এরপর খুতবা পাঠ করেন তিনি। পরে সারিবদ্ধভাবে নামাজ আদায়ের পর মোনাজাতে অংশ নেন মুসল্লীরা। এসময় দীর্ঘ মোনাজাতে নিজের এবং দেশের মানুষের কল্যাণের জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন তারা।
জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে, বিশ্বের বিভিন্ন স্থানে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে রমজানের পবিত্রতা রক্ষা না করে শোভাযাত্রার নামে ভীনদেশি সংস্কৃতি চর্চার সমালোচনা করেন দলের নেতারা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।