কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকীতে এবার নেই কোনো আয়োজন।
১৮৪১ সালে জমিদারী দেখভালের জন্য শিলাইদহ কুঠিবাড়ীতে আসেন কবি। এখানে বসেই গীতাঞ্জলী রচনা এবং নোবেল পুরস্কার ও বিশ্বকবির খ্যাতি অর্জন করেন তিনি। প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলায় দেশী-বিদেশী ভক্ত আর সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পদচরণায় মুখরিত হতো শিলাইদহ। কিন্তু করোনা সংকটে বৈশাখের বৃষ্টিভেজা পরিবেশে এবার নীরব, নিস্তব্ধতায় জন-মানবশুন্য শিলাইদহের কুঠিবাড়ী।