রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুঠিবাড়িতে চলছে প্রস্তুতি
- আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ২০১৩ বার পড়া হয়েছে
পঁচিশে বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপনে দুদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ মুহর্তের প্রস্তুতি চলছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে। নতুন রংয়ের ছটায় বিশ্বকবির ব্যবহৃত জিনিস পত্রকে পরিস্কার-পরিচ্ছন্নসহ পুরো কুঠিবাড়ীকে সাজানো হয়েছে নতুন সাজে। প্রস্তুতির এসব আয়োজন দেখতে ভিড় করছেন রবীন্দ্র ভক্ত-প্রেমীরা। শিলাইদ কুঠিবাড়ীকে আন্তজার্তিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চায় আগত দর্শনার্থীরা।
এসো হে বৈশাখ এসো এসো, আমারও পরানে যাহা চায় তুমি তাইগো, এমন প্রায় ২১শত গান, অসংখ্য উপন্যাস, গল্প, কবিতার রচয়িতা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহের এই কুঠিবাড়ীতে। বইতে, কবিতায় শুধু পড়েছেন, কিন্তু চোখে দেখেননি। তাই এখানে আসলে রবীন্দ্রনাথকে স্পর্শ করা যায়, ছোঁয়া যায়। মনে হয় যেন জীবন্ত। শিলাইদহ হচ্ছে সাংস্কৃতি অঙ্গনের একটি আশ্রম। তবে কাগজে কলমে রবীন্দ্রনাথকে যতটা না দেখা যায় বাস্তবে তার রুপ নেই।
দুদিন ব্যাপী অনুষ্ঠানকে সফল করতে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস পত্র পরিস্কার-পরিচ্ছন্ন, কুঠিবাড়ীর আঙ্গিনায় ঘাস-আগাছা পরিস্কার, মঞ্চ নির্মাণসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন এসব শ্রমিকরা।
গান, কবিতা পাঠের আসর ছাড়াও থাকছে রবীন্দ্র মেলা। আগত দর্শনার্থী ও রবীন্দ্র ভক্তদের জন্য সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন কুঠিবাড়ীর এই কাষ্টডিয়ান।
রবীন্দ্রনাথকে জানতে হলে শিলাইদহে আসতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতা ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে শিলাইদহ কুঠিবাড়ীতে দুদিন ব্যাপী অনুষ্ঠানের সকল আয়োজন এখন সম্পন্ন ।