রপ্তানী না হওয়ায় ঝিনাইদহে কম দামে বিক্রি হচ্ছে পান
- আপডেট সময় : ০৭:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রপ্তানী না হওয়ায় ঝিনাইদহে কম দামে বিক্রি হচ্ছে পান। দরপতনে গত দুই মৌসুমের মতোই এবারও লোকসানের সম্মুখীন হচ্ছে জেলার পান চাষীরা। কৃষকরা বলছেন, পানের দাম অব্যাহত নিম্নমুখী থাকলে চাষ ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন তারা।
জেলার সদর উপজেলার মুরারীদহ গ্রামের বিস্তীর্ন এই মাঠে চাষ করা হয় মিষ্টি জাতের পান। ফলন ভালো পেতে ভোর সকাল থেকেই পানবরজে কাজ করছেন কৃষকেরা। ক্ষেতের আগাছা দমন, পানের মরা পাতা বাছাইসহ নানা পরিচর্যায় ব্যস্ততা তাদের। কঠোর পরিশ্রম করলেও খুশি নন তারা। কারণ বর্তমানে পানের দরপতনে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের।
শহরের নতুন হাটখোলা, হলিধানী, ডাকবাংলা, হরিণাকুন্ডু উপজেলার আমতলাসহ বিভিন্ন হাটে প্রতি পণ পান সবোর্চ্চ ৪০ টাকা ও সর্বনিম্ন ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত বছরের তুলনায় পানের দাম অর্ধেকে নেমেছে। এতে উৎপদান খরচও উঠছে না তাদের। পন্যদ্রব্যের উর্দ্ধগতির বাজারে পানের দাম কম হওয়ায় দিশেহারা কৃষকরা।
পানের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার মনিটরিং সহ রপ্তানি বৃদ্ধিতে সকল প্রকার কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এ বছর ৬ উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে প্রায় ২ হাজার ৩’শ ৬৯ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে।