রংপুরে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যুর বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে : হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রংপুরে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যুর বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে জানাতে বলেছে হাইকোর্ট। বুধবার এ বিষয়ে আদেশ দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ।
রংপুরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে বিস্তারিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্তকে জানাতে বলা হয়েছে। রংপুরের হারাগাছের ঘটনাটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। মাদকবিরোধী অভিযানে সোমবার সন্ধ্যায় পুলিশ হেফাজতে আসামী তাজুল ইসলাম মারা যান। হারাগাছে এনিয়ে স্থানীয়রা বিক্ষোভ করে। এসময় সংঘর্ষে আহত হন অন্তত ৪০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই আসামী মারা গেছেন।