রংপুরে চালু হলো ১শ’ শয্যার করোনা আইসোলেশন হাসপাতাল
- আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আইসিইউ ও ভ্যান্টিলেটর সুবিধাসহ রংপুরে চালু হলো ১শ’ শয্যার করোনা আইসোলেশন হাসপাতাল। বিভাগের ৮ জেলার করোনা আক্রান্তদের হাসপাতালটিতে দেয়া হবে আধুনিক চিকিৎসা। এছাড়াও বৈশ্বিক এই মহামারী মোকাবিলায় আইসিইউসহ প্রস্তুত রাখা হয়েছে আরও দুটি বেসরকারি হাসপাতাল।
বৈশ্বিক মহমারী করোনা ভাইরাসের চিকিৎসায় তিনতলা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতালটিতে চালু হলো একশো শষ্যার ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল।
দশটি আইসিইউ বেড, ভেন্টিলেটর সুবিধাসহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে এখানে। প্রথম ধাপে দশটি আইসিইউ বেড ও দশটি ভেন্টিলেটর দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে তা পঞ্চাশে উন্নিত করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, জেলা ও উপজেলাগুলোতে আইসোলেশন সেন্টার চালু থাকলেও রয়েছে চিকিৎসক ও নার্স সংকট ।
করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনে হাসপাতালটিতে শয্যা বৃদ্ধির পাশাপাশি দুটি বেসরকারি হাসপাতালও প্রস্তুত রাখার কথা জানান বিভাগীয় কমিশনার।
এগারো চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী মিলে ডেডিকেডেট করোনা আইসোলেশন হাসপাতালটিতে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন ৬৪ জন স্বাস্থ্যকর্মী।