যৌক্তিক সময়ে নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ : ফখরুল
- আপডেট সময় : ০১:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ১৬০৫ বার পড়া হয়েছে
গত তিন মাসে অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রমের প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। যৌক্তিক সময়ে নির্বাচন দিলেই বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলেও মনে করেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে মিছিল নিয়ে চন্দ্রিমা উদ্যানে আসেন ঢাকা মহানগরী বিএনপির নেতাকর্মীরা।
দলের পক্ষে শ্রদ্ধে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি সব সময় সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে।
তিনি বলেন অন্তবর্তী সরকার তিন মাসে কিছু ভালো কাজ করেছে, তাদের সহযোগিতা করতে হবে। যৌক্তিক সমযে নির্বাচনেরও দাবি জানান তিনি।
আধিপত্যবাদ রুখে দিতে বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে বলেও জানান মির্জা ফখরুল।