যে কারণে রাশিয়ার টিকার নাম ‘স্পুটনিক ৫’
- আপডেট সময় : ০৭:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
যে কারণে রাশিয়ার টিকার নাম ‘স্পুটনিক ৫’
বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস বিরোধী টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। টিকার নাম রেখেছে ‘স্পুটনিক ৫’। এ টিকাটি উদ্ভাবনের ঘোষণার পর রাশিয়া জানিয়েছে তারা ৫০০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদন করতে চায়। এই ভ্যাকসিন তারা বিশ্বব্যাপী সরবরাহ করবে।
৬৩ বছর আগে ১৯৫৭ সালের ৪ অক্টোবর বিশ্বে মহাকাশে প্রথম পাড়ি দিয়েছিল সোভিয়েত কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক-১’। মহাকাশযানের সেই সাফল্যের প্রতি সম্মান জানিয়ে রাশিয়ার আবিষ্কৃত করোনাভাইরাসের টিকার নাম রাখা হয়েছে। তবে টিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দুই মাসের কম সময়ে টিকাটি মানব শরীরে পরীক্ষার বিষয়ে তারা উদ্বেগ জানান । বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার টিকাটি পর্যালোচনা করা হবে। এ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াই প্রথম করোনার টিকা তৈরি করেছে । এ টিকা স্থায়ী বা টেকসই প্রতিরোধী সক্ষমতা দেখাতে সক্ষম। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশেঙ্কো বলেছেন, অনুমোদন পাওয়া এ কোভিড ভ্যাকসিন খুবই কার্যকর ও নিরাপদ। ২০ দেশের কাছ থেকে টিকা সরবরাহের অনুরোধ পেয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান ক্রিমিল দিমিত্রিভ এ তথ্য জানিয়েছেন।