যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেয়ার মামলায় যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতা গ্রহণ করেছে প্রশাসন।
মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি। গতকাল ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ তদন্তের পর গ্র্যান্ড জুরির রায়ে বলা হয়, ট্রাম্প তার আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় পর্ন স্টার স্টোরমি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন। পরে এ বিষয়ে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়। এ মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ চলমান রয়েছে। ট্রাম্পের গ্রেফতারের সম্ভাবনাকে কেন্দ্র করে নিউইয়র্কসহ বিভিন্ন জায়গায় দাঙ্গার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য দাঙ্গা ঠেকাতে দেশটির প্রধান প্রধান শহরে কড়া পাহারায় রয়েছে পুলিশ।