যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।
এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত ইংল্যান্ড যুবারা। চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। অন্যদিকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুটিতে জয় আফগানদের। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়েছে তারা। এ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করতে চায় দুই দলই। তবে পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। নিজেদের প্রথম দেখায় ৯ উইকেটের বিশাল জয় পেয়েছিল ইংলিশরা।