যুদ্ধ বিরোধী বিক্ষোভ-আন্দোলনে উত্তাল রাশিয়ার বিভিন্ন শহরে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
যুদ্ধ বিরোধী বিক্ষোভ-আন্দোলনে উত্তাল রাশিয়ার বিভিন্ন শহরে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মস্কোতে। যুদ্ধ বিরোধী প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয় হাজারো মানুষ। এ ঘটনায় গতকালেই পুলিশ আটক করেছে দেড় হাজারের বেশি বিক্ষোভকারীকে।
রাজধানীতেই সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে সাত শতাধিক মানুষ। দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবার্গেও ধরপাকড়ের শিকার হয়েছেন কমপক্ষে চারশ’ মানুষ। জনপ্রিয় মানবাধিকার বিষয়ক আইনজীবী লেভ পেনোমায়ভের একটি অনলাইন পিটিশনে সই করেছেন তিন লাখের ওপর মানুষ। যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে খোলা চিঠি লিখেছেন দেশের সংবাদকর্মী, গবেষক এবং পৌরসভার কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীরা সবাইকে আন্দোলন-সমাবেশে যোগদান করার আহ্বান জানায়