যুগান্তর ডিজিটাল বিজনেসে যোগদান করলেন রবিউল ইসলাম রানা

- আপডেট সময় : ০৩:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১৭৫১ বার পড়া হয়েছে
দৈনিক যুগান্তর সম্প্রতি মোঃ রবিউল ইসলাম রানাকে ম্যানেজার-ডিজিটাল বিজনেস হিসেবে নিযুক্ত করেছে। তিনি হেড অব ডিজিটাল বিজনেসের ভূমিকা পালন করবেন। তিনি প্রতিষ্ঠানের ডিজিটাল বিজনেসের সঙ্গে সম্পর্কিত বিষয়ে নেতৃত্ব দেবেন।
রবিউল ইসলাম রানা’র ডিজিটাল মিডিয়া, বিজ্ঞাপন এবং ব্যবসায়িক উন্নয়নে সার্বিক অভিজ্ঞতা রয়েছে। যুগান্তরে যোগদানের আগে, তিনি কাজী মিডিয়া লিমিটেডে (দীপ্ত টিভি, দীপ্তপ্লে) ডিজিটাল অ্যাড সেলসের সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি অ্যাড সেলস, মিডিয়া বাইয়িং, বিজ্ঞাপন পরিচালনা এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দেখভাল করতেন।
তার কর্মজীবনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক বণিক বার্তায় কাজের অভিজ্ঞতা রয়েছে। যেখানে তিনি ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট এবং ইভেন্ট অ্যাক্টিভেশনে কাজ করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, তিনি প্রথম আলোতে ছয় বছর ইভেন্ট, অ্যাক্টিভেশন এবং বন্ধুসভার কার্যক্রমে অবদান রেখেছেন।
রবিউল ইসলাম রানা তার নতুন দায়িত্ব নিয়ে বলেন, ‘আমি ম্যানেজার-ডিজিটাল বিজনেস হিসেবে দৈনিক যুগান্তরে যোগদান করছি এবং এই টিমের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। আমি এই প্রতিষ্ঠানের সকলের সার্বিক সহযোগিতায় যুগান্তর ডিজিটালকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আশা করি প্রিন্ট ভার্সনের মতো যুগান্তর ডিজিটালও মাইলফলক সৃষ্টি করবে।’