যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপনের ঘনঘটার মাঝেই তিনদিনে গুলিতে নিহত ১৫০ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপনের ঘনঘটার মাঝেই তিনদিনে গুলিতে নিহত ১৫০ জন।
গেলো ৭২ ঘণ্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ খবর প্রকাশ পাচ্ছে। গান ভায়োলেন্স দাবি করেছে, তালিকা এখনও সম্পূর্ণ হয় নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্যের পুলিশ। স্বাধীনতা দিবসের উৎসবের মাঝে যুক্তরাষ্ট্রে রক্তাক্ত এই সংঘাতের ঘটনা বিরল। পুলিশ বলছে, গত বছরের এই সময়ের চেয়ে ৪০ ভাগ সহিংসতা বেড়েছে। আর ৭৬৭টি ঘটনায় আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। এ ছাড়া নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা, ভার্জিনিয়া, ডালাসসহ একাধিক এলাকায় সংগঠিত সহিংসতার তথ্য প্রকাশ হচ্ছে।