যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় নিহত ৩

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমার পর এবার আইওয়া ও উইসকনসিনে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার রাতে আইওয়ার আমেসে একটি গির্জার সামনে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হন।
কর্নারস্টোন চার্চের বাইরে ওই হামলার ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক হামলাকারীরও মৃত্যু হয়। অন্যদিকে উইসকনসিনের গ্রেসল্যান্ডে একটি গোরস্থানে শেষকৃত্য অনুষ্ঠানে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার ওকলাহোমায় বন্দুকধারীদের হামলায় নিহত হন ৪ জন। পুলিশের গুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়। গত সপ্তাহে টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী এবং ২ শিক্ষক নিহত হন। গত মে মাসের শুরুতে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীদের হামলার শিকার হন ১০ জন।