যুক্তরাষ্ট্রে ঢাকা ওয়াসার এমডির ১৪টি বাড়ি
- আপডেট সময় : ০৩:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দুর্নীতি বিষয়ে দুদককে জোরেশোরে অনুসন্ধান করতে বলেছে হাইকোর্ট। যুক্তরাষ্ট্রে থাকা তার ১৪ বাড়ির দুর্নীতির বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে, তা ১৫ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। দুদকের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে, বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালতের নজরে আনেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, বিষয়টি খুব উদ্বেগজনক। অনেক অবসরপ্রাপ্ত বিচারপতি ভাড়া বাসায় থাকেন, অথচ ওয়াসার এমডির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার অভিযোগ পাওয়া গেছে। ওয়াসার এমডি তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের একাধিক শহরে এসব বাড়ি কিনেছেন। সব বাড়ির দাম টাকার অঙ্কে হাজার কোটি ছাড়াবে। দেশ থেকে অর্থ পাচার করে তিনি এসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অর্থের উৎস ও লেনদেন প্রক্রিয়ার তথ্য তালাশে নেমেছে ইন্টারপোলসহ একাধিক গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তালিকায় যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি কেনা এবং অর্থ পাচারকারী হিসেবে তাকসিম খানকে নিয়ে সম্প্রতি দুটি অভিযোগ জমা পড়েছে দুদকে।