যুক্তরাষ্ট্রে গুলিতে ঢাবি শিক্ষার্থী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১৯৭৯ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম আবির হোসেন
আবির টেক্সাসে লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন। গতকাল দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফি শপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বছরের জানুয়ারিতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা ও উন্নত জীবনের আশায়। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির কাজ করতেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।