যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে কানাডা সরকার। তুষারঝড়ে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। হিমায়িত অবস্থায় ছিলো মরদেহগুলো।
তদন্ত কাজের প্রাথমিক অবস্থায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে ১২ মিটার দূরে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তি ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো উদ্ধারের আগের দিন যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষীরা কয়েকজনের দলকে আটক করে। আটককৃতরা সীমান্ত পার হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের সঙ্গে শিশুদের ব্যবহারের বিভিন্ন জিনিস ছিল। সীমান্তের দুই পাড়ে সে সময় তল্লাশি চালায় সীমান্তরক্ষীরা। চার ঘণ্টা পর প্রথম মরদেহটি খুঁজে পাওয়া যায়।