যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৯ জন নিখোঁজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে মার্কিন উপকূলরক্ষীরা তল্লাশি অভিযান শুরু করেছেন। চরম ঝুঁকি নিয়ে মানবপাচারের সময় এ দুর্ঘটনা ঘটে।
সমুদ্র উপকূলে জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পরই এ খবর সামনে আসে। উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানায়, নৌকাটি গত শনিবার রাতে ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামাসের বিমিনি ছেড়ে যায়। পরে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে থাকা কোনো যাত্রীর লাইফ জ্যাকেট ছিল না। বিমান ও পানিবাহী বিভিন্ন যানবাহনের সাহায্যে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। মানবপাচারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন কর্মকর্তারা।