যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দেশের আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্তদের পাসপোর্ট বাতিলে উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনা সংক্রমণ রোধে সরকারি সব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নেরও তাগিদ দেয়া হয় সভায়। তিনি আরও জানান, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে। মাদকাসক্তি রোধে সরকারি সব চাকরির ক্ষেত্রে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।