যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৮৩০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার আগামী সপ্তাহে আবারো বাংলাদেশ সফরে আসছেন। এর আগে চারমাস আগে ঢাকায় আসেন তিনি।
জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে তিনি সরকারী পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এম মোমেন জানান, যুক্তরাষ্ট্রের মতোই বর্তমান সরকার আগামী নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতা ছাড়া এবং সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে সরকার। আগামী ১৬ অক্টোবর তিনদিনের সফরে ঢাকায় আসবেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন।