যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
ইসরায়েলি ফাঁদে পা না দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানি নিহত হওয়ার প্রথম বর্ষপূর্তিতে এমন সতর্কতার কথা বললেন জাভেদ জারিফ। গত বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। ইরাকে মার্কিন দূতাবাসসহ অন্যান্য স্থাপনায় প্রায় নিয়মিত রকেট হামলার জন্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের দায়ী করছে ওয়াশিংটন। এই হামলা বন্ধ না হলে ইরানকে ‘সমুচিত জবাব’ দেয়ার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাভেদ জারিফ বলেন, ইরাক থেকে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েলি এজেন্ট ও উসকানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে। আর সেই ভুয়া অজুহাতে ট্রাম্পকে দিয়ে ইরানে হামলার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। জাভেদ জারিফের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।