যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে ২৭ জনের পদত্যাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা থেকে একে একে ২৭ জন পদত্যাগ করেছেন।
গত মঙ্গলবার অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ মন্ত্রিত্ব ছাড়ার পর থেকে পদত্যাগের হিড়িক পড়ে। একে একে মন্ত্রিসভার ২৭ জন সদস্য পদত্যাগ করলেও বরিস জনসন এখনো প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকায় আত্মবিশ্বাসী। দেশটির শিশু ও পরিবারমন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট, আর্থিক সেবা বিষয়ক মন্ত্রী জন গ্লেন শুধু পদত্যাগ করেই ক্ষান্ত হননি। প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এদিকে, জনসনকে পদত্যাগ করতে বলায় দেশটির সিনিয়র মন্ত্রী মাইকেল গোভকে বরখাস্ত করা হয়েছে। সদ্য বরখাস্ত ওই মন্ত্রী বরিস সরকারের গৃহায়ন, সম্প্রদায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ছিলেন। নিজ দল থেকেও বরিসের পদত্যাগের দাবি উঠেছে।