যারা ধর্ম চর্চায় বাধা দেয় তারা ক্রিমিনাল : ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশকে অস্থিতিশীল করতে যারা ধর্ম চর্চায় বাধা দেয় তারা ক্রিমিনাল, তাদের ধর্মীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্প্রীতির বাংলাদেশ গড়ি জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্মীয় ভেদাভেদ ভুলে পুরো জাতীকে এক হয়ে কাজ করতে হবে।
শনিবার এমআইপিএস প্রকল্প ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’এর আয়োজনে অনুষ্ঠিত হল সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গঠনে ধর্মীয় সম্প্রীতি-বাস্তবতা ও করনীয় শীর্ষক জাতীয় সংলাপ।
সংলাপে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। সংবিধানে সব ধর্মের মানুষের অধিকার সমান রয়েছে, সেই অধিকার যাতে নষ্ট না হয়, সে জন্য সরকার সবাইকে সেফগার্ড দিয়ে যাবে।
অনুষ্ঠানে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধর্ম ভেদাভেদ ভুলে সকলকে এক সাথে কাজ করতে হবে।
সংলাপে অংশ নেয়া বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা বলেন, শুধু ধর্মের ভুল ব্যাখ্যাই নয়, রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে ধর্মের অপব্যবহার বন্ধ করে পারস্পরিক সম্মান বোধ সৃষ্টি করতে হবে।