যারা ইলেকশন বয়কট করেছে তাদের পরিকল্পনা মাঠে মারা গেছে : কাদের
- আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে গুরুত্বর সাথে ঘোষণা দিয়েছিলেন পার্টির যারা এমপি মন্ত্রী তাদের নিকট আত্মীর সন্তানদের ব্যপারে।
প্রাথীতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে তবে নির্বাচন কমিশনের সময়সীমার পরও কেউ চাইলে প্রত্যাহার করতে পারে। এটা চূড়ান্ত কিনা এটার জন্য ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। শৃঙ্খলা ভংগ হলে সময়মতো সিদ্ধান্ত নেয়া হবে।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এটা হতাশা না, রণকৌশল থাকতে পারে। যারা ইলেকশন বয়কট করেছে তাদের পরিকল্পনা মাঠে মারা গেছে৷ বিএনপি ও আওয়ামী লীগ একই দিন এই শহরে পথসভা করেছে। তাদের সমাবেশে বাধা হয়নি, মুখোমুখি সংঘর্ষ হয়নি। বিএনপি একতরফা সমাবেশ করলে অগ্নীসন্ত্রাস করে। জনগনের জানমালের রক্ষায় আওয়ামী লীগ মাঠে থাকলে তারা অগ্নী সন্ত্রাস করতে পারে না। এজন্য আওয়ামী লীগ মাঠে থাকে।