যাত্রী সেবার সময় বৃদ্ধি, আজ থেকে টানা ৬ ঘন্টা চলাচল করবে মেট্রোরেল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
আজ থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘন্টা চলাচল শুরু করেছে ঢাকা মেট্রোরেল। এর মাধ্যমে মেট্রোরেলের যাত্রী সেবার সময় বাড়ল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ট্রেন। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নয়টি স্টেশনই চালু আছে। মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে।