যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত
- আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যন্ত্রাংশবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকচালক বশির ট্রাকের পিছনে গিয়ে ত্রুটি সারাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে থেমে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর ট্রাকে থাকা চালকের সহকারী সুজনও মারা যায়।
এদিকে, রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার খানখানাপুর মোস্তফা ইট ভাটার নিকট অজ্ঞাতনামা গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ঘটনাস্থলেই মারা যান। এছাড়া , সকালে গোয়ালন্দ মোড় এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে মিলন মণ্ডল নামে একজন চালক আহত হয়।