যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাটিতে আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাটিতে আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মাদ আনোয়ার হোসেন।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহনী ও বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী দল ও বাংলাদেশ নৌ-বাহিনী দল। উভয় দল ৩০ করে স্কোর সংগ্রহের মাধ্যমে এক-এক পয়েন্টে সমতায় খেলা শেষ করে। উদ্বোধনী অনুষ্ঠানে তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২ ডিসেম্বর সমাপনী খেলার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।