যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মনিরুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
যশোরে স্ত্রী হত্যার দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ফাঁসি ও ৫০ হাজার টাকার অর্থদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি কারাগারে উপস্থিত ছিলেন।দন্ডিত মনিরুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলা ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি ইদ্রিস আলী জানান, ১৯৯২ সালে বাঘারপাড়া উপজেলার হাবুল্যা গ্রামের আব্দুর রশিদের মেয়ে তারা বেগমের সাথে মনিরুল ইসলামের বিয়ে হয়। তাদের হাবিবা ও আবু হুরাইরা নামে দুটি সন্তান রয়েছে।