যশোর সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকালে সুমিত্রা দাস নামে এক যাত্রী ইঞ্জিনচালিত ভ্যানে ফুলবাড়িয়া থেকে সাতমাইল বাজারে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সুমিত্রা। অন্যদিকে, যশোর-ঝিনাইদহ মহাসড়কে সকাল সাড়ে ৯টার দিকে রাজন নামে এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজন।