যশোরের বেনাপোল এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৮০৮ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল বালুন্ডা বাজারে আশানুজ্জামান বাবলু নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত বাবলু বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য। গেল রাত ১০ টার দিকে বাজার থেকে বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মুর্হুমুহ ৫ /৬ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। স্থানীয় থানার এএসপি জুয়েল ইমরান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।হত্যার সাথে জড়িতদের আটকের অভিযান চলছে। নিহত বাবলুর নামে থানায় মাদক, নাশকতা, বোমাসহ ১০/১২টি মামলা রয়েছে।