যথাযোগ্য মর্যাদায় সারাদেশে জেলহত্যা দিবস পালিত

- আপডেট সময় : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫০১ বার পড়া হয়েছে
আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হয়। যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হয়েছে দিবসটি।
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে জেল হত্যা দিবস। সকালে নগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাজশাহী সিটি কর্পোরেশন ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।পরে আওয়ামী লীগের উদ্যোগে শোক রেলী বের করা হয়।
বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করতেই জেল হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়াসহ নানা আয়োজনে গাজীপুরের কাপাসিয়ায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় চার নেতার জেলহত্যা দিবস ৩ নভেম্বর। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সকালে বরিশালে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগ নগরীর টাউন হল প্রাঙ্গনে জেল হত্যা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করে। এর অংশ হিসেবে একটি শোক রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে গিয়ে শেষ হয়।
সূর্যদয়ের সঙ্গে সঙ্গে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনাসহ জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন পটুয়াখালী- ৪ আসনের এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এছাড়াও- পাবনা, গোপালগঞ্জ, নাটোর, নড়াইল, মেহেরপুর ও কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি।