ময়মনসিংহ, খুলানা, নেত্রকোনা ও ঝালকাঠিতে বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, খুলানা, নেত্রকোনা ও ঝালকাঠিতে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল এবং সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বিকেলে চাঁদপুর-মতলব-ঢাকা সড়কে কয়েক হাজার মানুষ এ মানববন্ধন করা হয়।
খুলনায় রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা উদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সম্পর্কে কুরুচিপূর্ণ উক্তি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পঁচা বাসি খাবার বিক্রি বন্ধসহ উন্নতমানের খাবার পরিবেশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা জেলা শহরের প্রতিটি হোটেল রেস্টুরেন্টে পঁচা বাসি খাবার বিক্রি বন্ধের দাবী জানান।
ঝালকাঠির নলছিটির দপদপিয়া এলাকার কলেজ ছাত্র রুম্মান হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন করেন রুম্মানের পরিবার ও এলাকাবাসী।
সেমিস্টার, হল ও পরিবহন ফি কমানো এবং বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ ৭ দফা দাবিতে প্রশাসনিক ও একাডমিক ভবনের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে নেমেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।