ময়মনসিংহে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস প্রকল্পের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নগরীর শম্ভুগঞ্জ সরকারী শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্যদিয়ে প্রকল্পের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আরো অনেকেই।