ময়মনসিংহে বিধি নিষেধ কার্যকরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এক সাথে কাজ করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
কঠোর বিধি নিষেধ কার্যকরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এক সাথে কাজ করছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ।
দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া ব্রীজ সংলগ্ল এলাকায় কঠোর বিধিনিষেধ পালন হচ্ছে কি-না তা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি শাহ্ আবিদ হোসেন, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামানসহ আরো অনেকেই। এর আগে পুলিশ সুপার সম্মেলন কক্ষে বিধি মানা নিয়ে জেলা পুলিশের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। এসময় জেলার সকল থানার সার্কেল ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।














