ময়মনসিংহে বিএনপি’র ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ায় ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে ২৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার রাত দুইটায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম এ মামলা করেন। এর আগে, ওই ঘটনায় পুলিশের তিন সদস্য ও কয়েকজন নেতাকর্মী আহত হয়। অভিযোগে বলা হয়, বিএনপির সমাবেশস্থল পলিটেকনিক মাঠ থেকে নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্ত্বর এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা, জনগনের চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা এবং তিন পুলিশ সদস্যকে মারধর করে।