ময়মনসিংহে বিএনপির গণসমাবেশে নেতাকর্মীসহ মানুষের ঢল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে নগরীর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট মাঠে দুপুরে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশে যোগ দিতে বিভাগীয় চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
দুপুর ২টায় গণসমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী ও কেন্দ্রীয় কমিটির নেতারাসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেবেন। বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে এই গণসমাবেশ। এদিকে গতরাতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবরও পাওয়া গেছে।