ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুলসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বিপিএল ময়মনসিংহ পর্বের উদ্বোধনী ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে রহমতগঞ্জ এমএফএসকে পরাজিত করে।