ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের জয়দা খানবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, উপজেলার বগারবাজার গ্রাম থেকে ৬ বছর বয়সী শিশুকন্যা রিমি তার খালার বাড়িতে বেড়াতে আসে। সকালে পুকুরে রিমি তার খালাতো বোন ৫ বছর বয়সী তাইয়্যেবাকে নিয়ে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।




















