ময়মনসিংহকে আওয়ামী লীগ সরকার তা প্রযুক্তির নগরীতে রূপ দিচ্ছে’ মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।
দুপুরে সাত একর জমিতে ময়মনসিংহ সদরের কিসমত রহমতপুরে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপি-জামাত সরকার দুর্নীতির আখড়া করেছিল। এই হাইটেক পার্কে প্রায় তিন হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। এছাড়া প্রকল্পের আওতায় প্রতিবছর এক হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হবে।