মৌলভীবাজার সড়ক-মহাসড়কগুলোর বড় বড় গর্ত ও খানাখন্দে জনদুর্ভোগ বেড়েছে

- আপডেট সময় : ০৫:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার সড়ক-মহাসড়কগুলোর পিচ উঠে বড় বড় গর্ত ও খানাখন্দ হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। সড়ক-মহাসড়কের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে কর্তৃপক্ষ জানায়, ঠিকাদার যাচাই প্রক্রিয়া শেষ হলেই বেশি ক্ষতিগ্রস্থ এলাকায় কাজ শুরু হবে।
মৌলভীবাজার-শমসেরনগর, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কসহ ছয় উপজেলার উপর দিয়ে যাওয়া সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন ঢাকা-মৌলভীবাজার,ফেঞ্চুগঞ্জ-সিলেট,ঢাকা-মৌলভীবাজার-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৫০ কিলোমিটারসহ অভ্যন্তরীণ সড়ক গুলো ভেঙে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে চরম আকার ধারণ করেছে জনদুর্ভোগ। সড়কের পিচ উঠে বড় বড় গর্ত তৈরী হওয়ায় হিমশিম খেতে হচ্ছে যানবাহন চালকদের।
জেলার শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ ২০ কিলো, মৌলভীবাজার থেকে শমসেরনগর ২৫ কিলো, মৌলভীবাজার থেকে রবিরবাজার ও মৌলভীবাজার থেকে বালাগঞ্জের ৩০কিলোমিটার সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ।
মহাসড়ক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে মেরামতের কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা।
ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।