মৌলভীবাজারে মাটিচাপা পড়ে ৩ মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাটিচাপা পড়ে ৩ মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগরে এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। ভাটেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, দুপুরে তিন শিশু একসঙ্গে রাবার বাগানে পাখির বাসার গর্ত থেকে বাচ্চা ধরতে যায়। এ সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহত একজনের হাত দেখতে পেয়ে গ্রামবাসী মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।



























